Daily Gazipur Online

পাঁচবিবি সীমান্তে বন বিভাগে অবৈধ করাতকল অপসারনের নোটিশ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ বিভিন্ন জাতীয়, ও স্থানীয় পত্রিকা সহ কয়েকটি অনলাইন পত্রিকায় গত ২৭ জানুয়ারী “পাঁচবিবি সীমান্তে বন বিভাগের ছাড় পত্র ছাড়াই চলছে অবৈধ করাত কল” শীর্ষক সংবাদটি প্রকাশ হওয়ার পর বেশ নড়েচরে বসেছে বন বিভাগের কর্মকর্তাগন। প্রকাশিত নিউজের আলোকে বন বিভাগের কর্মকতা সরেজমিনে তদন্ত পূর্বক পাঁচবিবি সীমান্তে অবৈধ কড়াত কল গুলো বন্ধ বা অপসারনের জন্য চিঠি প্রদান করেন। কিন্তুু তারপরেও করাতকল গুলো অদৃশ্য ক্ষমতার দাপট দেখিয়ে প্রকাশ্যে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে জয়পুরহাট বন বিভাগের কর্মকর্তা জনাব আনিছুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান “আমরা সীমান্তের প্রত্যেকটি অবৈধ করাতকল মালিকদের করাতকল বন্ধের চিঠি ইস্যু করেছি এবং চিঠিতে তাদের প্রাপ্তি স্বাক্ষরও নিয়েছি। ১০ কার্য্য দিবসের মধ্যে করাতকল গুলো বন্ধ বা অপসারন না করলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা ছাড়া আর কোন উপায় থাকবে না”।