Daily Gazipur Online

পাঁচবিবি সীমান্তে বন বিভাগের ছাড়পত্র ছাড়াই চলছে অবৈধ করাত কল স্থাপন

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বন বিভাগের ছাড়পত্র ছাড়াই অবৈধ করাত কল স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগীর অভিযোগে জানা যায়, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের ডাঃ ইমাম ও বাবু মিয়া নামের জনৈক ব্যক্তিদ্বয় উপজেলার খ্ঙ্গাইর হাটখোলা অবৈধ ভাবে করাত কল মিল স্থাপন করে ব্যবসা করে আসছে। সম্প্রতি ডা ঃ ইমাম রামচন্দ্রপুর এলাকায় হাতকাটা নাজিমের বাড়ীর পার্শ্বে জমি ভাড়া নিয়ে আরো একটি করাত কল অবৈধভাবে স্থাপন করেছেন। যার কোনটির বন বিভাগের ছাড়পত্র নেই। বন বিভাগের আইন অনুযায়ী সংরক্ষিত, রক্ষিত, অর্পিত অন্য যে কোন ধরনের সরকারী বন ভূমির সীমানা হইতে অথবা বাংলাদেশের আন্তর্জাতিক স্থলসীমানা হইতে ১০ কিলো মিটারের মধ্যে (পৌর এলাকা ব্যতীত) কোন স্থানে করাত কল স্থাপন বা পরিচালনা না করার আইন থাকলেও আন্তর্জাতিক সীমানর ১ কিলোমিটারের মধ্যে মিল গুলি অবেধ ভাবে স্থাপন করে পরিচালনা করছে। পার্শ্ববতী দেশ ভারতে কাঠের দাম অনেক গুনে বেশি হওয়ার ফলে সীমান্ত ঘেঁষে একের পর এক অবৈধ মিলগুলি স্থাপন করে প্রতিদিন মেহগুনি, আকাশমনি, কাঁঠাল ও অন্যান্য মূল্যবান কাঠ ফারাই করে রাতের আধারে আটাপাড়া, গোপালপুর, ভুইডোবা সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন।
এবিষয়ে অবৈধ মিল মালিক ডাঃ ইমাম জানান, তার দুটি করাত কলের একটিরও ছাড়পত্র নাই এবং ছাড়পত্র নিতে গেলেও পাওয়া যায় না।
জয়পুরহাট রেঞ্জার বন কর্মকতা আনিছুর রহমানের নিকট মোবাইলে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি এবং সরেজমেিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে ভারপ্রাপ্ত বন কর্মকর্তার পাঁচবিবিকে নির্দেশ হয়েছে।