Daily Gazipur Online

পাঁচবিবি সীমান্তে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-২

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৪৬০ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫।
র‌্যাব-৫ বলেন,বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন চক্রের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কতিপয় মাদক সম্রাট।
সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক স¤্রাটদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে গতকাল রোববার রাত সাড়ে ৯ টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন চাঁনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট-৪৬০ পিস, মোবাইল সেট-০৩ টি, সীম কার্ড-০৩ টি, মাদক বিক্রয়লব্দ নগদ অর্থ- ৫০০০/- টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ অলিউল্লাহ (২০), পিতা-আলহাজ¦ সাইদুর রহমান, সাং-রাইগ্রাম, ২। মোঃ ওবায়দুল ইসলাম (২৯), পিতা-মৃত রইচ উদ্দিন মন্ডল, সাং-পবাহার, উভয়ের থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।