পাঁচ টুকরা মানব দেহের রহস্য উম্মোচনে গাজীপুর পুলিশ সুপার

0
425
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন : গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পাঁচ টুকরা দেহের রহস্য উম্মোচনে আজ বুধবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম) সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১২ আগষ্ট শ্রীপুর থানার মাস্টার বাড়ী গিলারচালা এলাকার শফিকুল ইসলাম বিপুল এর বাড়ীর ভাড়াটিয়ার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৫টি মানব দেহের মাংসের টুকরা উদ্ধার করে। উদ্ধার হওয়া মানব দেহের টুকরো গুলো গার্মেন্টস কর্মী সুমা আক্তারের। সুমা আক্তারের স্বামী পূর্ব পরিকল্পিত ভাবে সুমাকে হত্যার পরিকল্পনা করে। সুমার স্বামী সুমাকে গত ৯ আগষ্ট সন্ধায় হালিমের সাথে ঘুমের ঔষধ খাইয়ে রাত ১টার দিকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পরে সুমার নিথর দেহ বাথরুমে নিয়ে গিয়ে ১৫ টুকরা করে ৫টি করে টুকরা ২টি ব্যাগে ভরে ৯ আগষ্ট ভোর ৬টার দিকে কাপাসিয়ার থানার সিংহশ্রী ব্রীজ থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। ১০ তারিখ সুমার ছোট বোন ও বোন জামাই তাদের বাড়ীতে এসে সুমাকে না পেয়ে সুমার ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে অন্য তালা লাগিয়ে চলে যাওয়ার সময় সুমার স্বামী মামুনের সাথে দেখা হলে সুমার কথা জানতে চাইলে মামুন বলেন, সুমা বাড়ী চলে গেছে। সুমা বাড়ীতে না পৌছানোর কারনে ১২ আগষ্ট তাদের সন্দেহ হলে সুমার ছোট বোন বৃষ্টি পূনরায় সুমার বাড়ীতে এসে সুমার ঘরের তালা খুলে প্রবেশ করলে ঘর থেকে দূগর্ন্ধ পেয়ে রুমে খোজা খুজি শুরু করে। একপর্যায়ে ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৫টি মানব দেহের টুকরো দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাংসের টুকরো গুলো উদ্ধার করে এবং ঘাতক স্বামী মামুনকে ১৪ আগষ্ট ঢাকা জেলার আশুলিয়া থানার কবিরপুর এলাকা থেকে গ্রেফতার করে। মামুন মিয়ার তথ্য অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র সহ সকল আলামত উদ্ধার করেন। এবিষয়ে নিহত সুমা আক্তারের পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here