Daily Gazipur Online

পাকিস্তান সফরে যাবেন উইলিয়াম-কেট

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক: শরতে পাকিস্তান সফরে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন। ১৩ বছর পর ব্রিটিশ রাজপরিবারের কেউ পাকিস্তান সফরে যাচ্ছেন। বিবিসি জানায়, কেনসিংটন প্যালেস থেকে এক বিবৃতিতে তাদের সফরের ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সফরের বিষয়ে বিস্তারিত তথ্য ‘যথা সময়ে’ জানিয়ে দেওয়া হবে। সর্বশেষ ২০০৬ সালে প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস তার স্ত্রী ক্যামিলাকে নিয়ে পাকিস্তান সফর করেছিলেন। প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা তার জীবদ্দশায় দাতব্য কাজের জন্য কয়েক বার পাকিস্তান গিয়েছিলেন। মৃত্যুর আগে সর্বশেষ ১৯৯৭ সালে ডায়ানা পাকিস্তান যান। ওই সফরে ইসলামাবাদে পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি পাকিস্তান ও ভারতকে নিজেদের মতভেদ মিটিয়ে ফেলার আহŸান জানিয়ে রানি এলিজাবেথর বিরাগভাজন হয়েছিলেন। রানি এলিজাবেথ নিজেও ১৯৬১ এবং ১৯৯৭ সালে পাকিস্তান সফর করেন।
কেনসিংটন প্যালেস থেকে আবারও ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাকিস্তান সফরের ঘোষণায়কে স্বাগত জানান লন্ডনে পাকিস্তানের হাই কমিশনার মোহাম্মদ নাফিস জাকারিয়া। তিনি বলেন, “পাকিস্তানের জনগণ এখনো আনন্দের সঙ্গে এবং আন্তরিকভাবে ১৯৬১ ও ১৯৯৭ সালে রানি এলিজাবেথের পাকিস্তান সফরের কথা স্মরণ করে। “যুক্তরাজ্য পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ককে কতটা গুরুত্ব দেয় আসন্ন সফর তার প্রমাণ।”