পাতানো নির্বাচন জনগণ মেনে নেবে না —- হাসান সরকার

0
152
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বিএনপি-সহ গণতন্ত্রকামী দেশপ্রেমিক বিরোধী দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় খোয়ারে (জেলে) বন্দী রেখে গৃহপালিত সাজানো বিরোধী দল দিয়ে পাতানো নির্বাচন দেশবাসী মেনে নেবে না। তিনি বলেন, শত হুমকি-ধমকি, মামলা-হামলার পরও গাজীপুর বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। যত ষড়যন্ত্রই হোক না কেন গাজীপুর বিএনপিকে কেউ ছত্রভঙ্গ করতে পারবে না।
বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গী বড় দেওড়া হযরত শাহজালাল (রহ.) রোডে আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স গোলাপ মঞ্চে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সাবেক টঙ্গী পৌর কমিশনার বিএনপি নেতা আবুল হোসেনের রূহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হাসান সরকার আরো বলেন, একদিকে আইন শৃংখলা বাহিনী ও সরকারি দলের ক্যাডাররা পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের মত গণতন্ত্রকামী বিএনপি নেতাকর্মীদেরকে ঘরে ঘরে তাড়িয়ে বেড়াচ্ছে। অপরদিকে আওয়ামী লীগ আবারো খালি মাঠের আরেকটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আরোহন করে নিজেদের বিগত দিনের অপকর্মের পরিণতি থেকে পরিত্রাণ লাভের অপচেষ্টা করছে। তিনি বলেন, দেশব্যাপী হামলা-মামলায় জর্জরিত মুক্তিকামী বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে ঘরছাড়া করে এবং জেলে বন্দি রেখে পাতালো নির্বাচনের তফসিল জনগণ ইতিমধ্যেই প্রত্যাখান করেছে।
সাবেক অবিভক্ত টঙ্গী থানা বিএনপির সহ-সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা আব্দুস সামাদ, মহানগর তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, বিএনপি নেতা হাজী বাবর আলী, আজিজুল হক রাজু মাস্টার, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূঁইয়া, ৪৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কিবরিয়া খান জনি, শ্রমিক নেতা মোসলেম উদ্দিন প্রমুখ। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here