আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নে পূর্ব শত্রæতার জের ধরে হামলায় ২জন আহত হয়েছেন। আহতরা হলেন মো. শিখন প্রাং ও তার পিতা হাবিবুর রহমান প্রাং। এ ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. বাকী প্রাং ওরফে কালা বাকী, পিতা- অয়েন উদ্দিন এবং মো. আলিম ওরফে শিবির আলিম, পিতা মৃত- আবুল খাঁ ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে মো. শিখন প্রাং ও তার পিতা হাবিবুর রহমান ডেমরা-গারুলিয়া সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব শক্রতার জের ধরে ভুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা করে। আহতবস্থায় মো. শিখন প্রাং কে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় বাদী মো. শিখন প্রাং এর ভাগ্নে উজ্জল মৃধা বাদী হয়ে আতাইকুলা থানায় এজাহার দায়ের করে।
ঘটনার সত্যতা স্বাকীর করে আতাইকুলা থানার ওসি জানান, এই মামলায় মো. বাকী প্রাং ও মো. আলিম নামে দুজনকে গ্রেফতার করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।