Daily Gazipur Online

পাবনায় মে দিবস উপলক্ষে মোটর শ্রমিক ইউনিয়নের র‌্যালী ও পথসভা

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনায় মহান মে দিবস উপলক্ষে র‌্যালী ও পথসভা করেছে মোটর শ্রমিক ইউনিয়ন। বেলা ১২টায় মোটর শ্রমিক নেতা শেখ রনির নেতৃত্বে একটি র‌্যালী পাবনা কবি বন্দে আলী মিয়া বাস টার্মিনাল থেকে বের হয়ে পাবনা-ঢাকা সড়ক পদক্ষিণ করে গোল চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, মোটর শ্রমিক নেতা শেখ রনি, হান্নান মুন্সি, আ. মোমিন প্রমূখ।
এসময় মোটর শ্রমিক নেতা রিপন হোসেন, শামীম আহম্মেদ, মিলন হোসেন, আ. ওয়াদুদ, আবুল কালাম, ফেরদৌস আলী, উৎপল কুমার সরকার, শাহিন আলম, মেহেদি হাসান পুটিং, রাশেদুল ইসলাম, বাবু, পিয়াসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পথসভায় জেলা মোটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শেখ রনি রোববার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী ৩দফার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল সফল করতে সকলের প্রতি আহŸান জানান।

সিএনজি শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন
মহান মে দিবস উপলক্ষে পাবনা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি রিদ্দিক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন আলমের পরিচালনায় আলোচনা সভায় মহান মে দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সহ-সভাপতি পিপুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক সলেমান হোসেন, লাইন সম্পাদক মাসুদ খন্দকার, সহ-লাইন সম্পাদক মো. মানিক হোসেন, কার্যকরী সদস্য ইউনুস আলী, কিসলু, মাছুদ, রাজ্জাক, সাব্বির, শহীদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।