Daily Gazipur Online

পাবলিক পরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে চালকদের সচেতনতা বৃদ্ধি জরুরী

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): আজ সোমবার, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত-২০১৩) এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর উদ্যোগে ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় রাজধানী ঢাকার জোয়ারসাহারা বাস ডিপো খিলক্ষেতের প্রশিক্ষণ কক্ষে “পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্য চিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রকল্প কর্মকর্তা অফিসার অদুত রহমান ইমন। প্রশিক্ষণে অংশ গ্রহনকারী চালকদের মধ্যে একজন বলেন “আমি ধূমপান করিনা এবং আমার বাসে যাত্রীদের ধূমপান করতে দেই না এমনকি আমার হেলপারকেও নিষেধ করি” প্রায় দেড় শতাধিক পেশাদার গাড়ি চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্যক্ষতি বিষয়ক ধারণা প্রদান করা হয়।