পাসওয়ার্ড অন্যরকম ছবি: ইমন

0
217
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: ‘‘অনেকে বলার জন্য বলে। ফাটিয়ে ফেলেছি, উড়িয়ে ফেলেছি; কিন্তু আমার ক্ষেত্রে এমন না। পাসওয়ার্ড আসলেই অন্যরকম ছবি। এটা আমার দিক থেকে শতভাগ গ্যারান্টি।’’
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রযোজিত ছবি ‘পাসওয়ার্ড’-এ নিজের কাজ নিয়ে এভাবেই বললেন চিত্রনায়ক ইমন।
তিনি আরো বলছেন, ‘‘আমার চরিত্র থেকে শুরু করে ছবির সবকিছুই অন্যরকম। পরিচালক মালেক আফসারী আমার থেকে যেভাবে চেয়েছেন, আমি সেভাবেই দিয়েছি। শাকিব ভাইও শুটিংয়ের আগে আমার সঙ্গে আলাদা মিটিং করেছেন। শুটিংয়ের আগে তারা যা চেয়েছিলেন, তাই পেয়েছেন আমার কাছ থেকে।’’
এরই মধ্যে ইমনের দুই ডজনেরও বেশি সিনেমা মুক্তি পেলেও তার দাবি, ‘‘ঘুরে ফিরে দর্শক কোনো চেঞ্জ ছবি পায় না। শাকিব ভাই চেয়েছেন দর্শকদের ভিন্ন স্বাদ দিতে। নিজের উদাহরণ যদি দেই, এ ছবিতে যে ইমন দর্শকদের কাছে আসছে; সেটা একেবারেই অন্য ইমন।
‘‘আমি যে চরিত্রটা করছি সেখানে শাকিব খান আর আমি দুই ভাই। আমার নাম রুশো। পুরোপুরি অভিনয় নির্ভর একটা চরিত্র। অভিনয় না জানলে এ চরিত্র করা সম্ভব নয়। অনেক স্টাডি করে কাজটা করতে হয়েছে। শুধুমাত্র পাসওয়ার্ডের জন্য অন্যকাজ থেকে দূরে আছি। এটা শেষ না হওয়া পর্যন্ত অন্যদিনে মনোযোগ দিতে পারছিনা। কারণ, আমার চরিত্রে একটা ভ্যালু আছে। শাকিব ভাই, বুবলী সবার কথা হলো আমার চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং।’’
তিনি বলেন, ‘অনেকেই বলে যে ফিল্মের নায়ক অভিনয় পারে না। কিন্তু এটা ভুল করে আমি প্রমাণ করতে চাচ্ছি। বড় বড় কথা বলবো না, আমি প্রমাণ করবো অভিনয়ে কতটা দক্ষ। বাকিটা মানুষ ‘পাসওয়ার্ড’ দেখে মতামত জানাবে। অনেকবার চ্যালেঞ্জ নিতে চেয়েও পারিনি, শাকিব ভাই সাহস দিয়েছেন বলেই চ্যালেঞ্জ নিতে পেরেছি। হিরো বাদ দিয়ে, আমি ফিল্ম অভিনেতা হিসেবে হাজির হচ্ছি।’
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে ইমন বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করলে নাকি এটা হয়ে যায়, ওটা যায় অনেকেই এ কথাটা বলে! কিন্তু টোটালি ভুল ধারণা। আমার কাছে মনে হয়, শাকিব খান থাকুক, শাহরুখ কিংবা সালমান খান; যেই থাকুক সুন্দর একটা কাজ অভিনয় দিয়ে করা যায় তবে মনে দাগ কাটবে।’
‘পাসওয়ার্ড’ শাকিব খানের এসকে ফিল্মস প্রযোজিত ছবি। সেজন্য শাকিব খান নিজেও ‘পাসওয়ার্ড’ নিয়ে ‘ভীষণ সিরিয়াস’ উল্লেখ করে ইমন বলেন, ‘শাকিব ভাই আর আগের শাকিব ভাই নেই। তিনি এখন অনেক ম্যাচিউর। উনি ভালোভাবেই বুঝে গেছেন, বছর ৮-১০ ছবি নয়, ভালোমানের ৩টা ছবিই যথেষ্ট। এ জিনিসিটা আমার ভীষণ ভালো লেগেছে।’
‘‘শিকারী’ ছবির মাধ্যমে নতুন এক শাকিব খানকে পেয়েছিলাম। আবার ‘পাসওয়ার্ড’ দিয়ে আরেক নতুন শাকিব খানকে দেখা যাবে। তার নিজের প্রডাকশনের ছবি এটা। যা যা করলে ভালো হবে, তাই তাই করছেন উনি। কোথাও ছাড় নেই। শাকিব ভাইকে সিরিয়াস দেখে আমি নিজেও আমার চরিত্র ও কাজ নিয়ে সিরিয়াস হয়ে গেছি। অন্যকাজ বন্ধ রাখছি। সত্যি বলছি, আমি নিজেও এত মনোযোগ দিয়ে এর আগে কখনো অভিনয় করেছি বলে মনে হয়না-” বলেন চিত্রনায়ক ইমন।সবশেষে তিনি বলেন, ‘শুটিং প্রায় শেষ। শুধু দুই ভাইয়ের কাজ বাকি আছে। কয়েকদিনের মধ্যে পুরোকাজ শেষ হবে।’
১ মার্চ থেকে শুরু হয় ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং। তার আগে ২৮ ফেব্রæয়ারি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ইমন। তখন শাকিব খান চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন, ‘খুবই ভালো একটি চরিত্র পাচ্ছে ইমন। মন দিয়ে ইমন যদি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারে, তাহলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়ে যেতে পারে।’
শাকিব, ইমন ছাড়াও ‘পাসওয়ার্ড’ এ কাজ করছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, মিশা সওদাগর প্রমুখ। ছবির সহ-প্রযোজক এমডি ইকবাল।
এ ছবির শুটিং শেষ হওয়ার আগেই গত ২০ মার্চ রাতে সিরাজগঞ্জের ‘নিউ রজনীগন্ধা’, শেরপুরের ‘রূপকথা’ এবং ময়মনসিংহের ‘ছায়াবানী’ এই তিন সিনেমা হল থেকে বুকিং এজেন্ট এসে ‘চড়া মূল্যে’ অগ্রিম বুকিং দিয়েছেন ‘পাসওয়ার্ড’ ছবির।
২০১৪ সালে ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির অভ‚তপূর্ব সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করছেন শাকিব খান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here