পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় ১৩সদস্যকে আটক : বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা

0
128
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় ১৩(তের) জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদÐ ও জরিমানা করে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় ০৬ (ছয়) সদস্যকে আটক করে ১ মাস করে কারাদন্ড ও ৭ (সাত) জনকে অর্থ দন্ড দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত। ১৪ জুন সোমবার র‌্যাব-২ এর উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‌্যাব এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান ও র‌্যাব-২ এর সিপিসি-২ কোম্পানী কমান্ডার মেজর মির্জা আহমদ সাইফুর রহমান, পিপিএম।
দীর্ঘদিন থেকে একটি সংঘবদ্ধ দালালচক্র অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখানো সহ বিভিন্ন কৌশলে জনসাধারণের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পাসপোর্ট প্রদান না করে প্রতারণা করে আসছিল। এমনকি পাসপোর্ট ফি জমা দেয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাওয়া, ভুয়া সিল, সত্যয়ন, জাল ব্যাংক ভাউচার প্রদান, ভুয়া চিঠিপত্র তৈরী করা, ভুয়া পাসপোর্ট প্রদান করে জনসাধারণকে হয়রানি করে আসছে। অদ্য অভিযান পরিচলনাকালে সে সমস্ত অভিযোগের সত্যতা পাওয়া যায়। র‌্যাবের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আনিছুর রহমান আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে দালাল চক্রের ০৬ (ছয়) সক্রিয় সদস্যকে ১ মাস করে কারাদন্ড ও ৭ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।
আটককৃত ব্যক্তিদের নাম-ঠিকানা:
১.তুহিন শেখ(৫৫), পিতা-মুজাফ্ফার শেখ, থানা-সদর, জেলা-গোপালগঞ্জ। ২.মোঃ সোহাগ(৩৫), পিতা-নুরুজ্জামান, শেরেবাংলানগর, ঢাকা। ৩.মোঃ মেহেদী হাসান হান্নান(৩৮), পিতা-আঃ গফ্ফার, শেরেবাংলা নগর, ঢাকা। ৪.মোঃ নুরুজ্জামান(৪০), পিতা-আব্দুল সোহরাব, থানা-কাউনিয়া, জেলা-পিরোজপুর। ৫.মোঃ সেলিম(৪০), পিতা-আঃ হামিদ, থানা-বাঞ্চারামপুর, জেলা-বি-বাড়িয়া। ৬.মোঃ ইমদাদ হোসেন(৩২), পিতা-মৃত বকুল সর্দার, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ। ৭.মোঃ সুমন(২০), পিতা-মোঃ জাকির হোসেন, শেরেবাংলা নগর, ঢাকা ৮.আবুল খায়ের(৩৮), পিতা-মোতালেব মোল্যা, থানা-কোটালিপাড়া, জেলা-গোপালগঞ্জ। ৯.মোঃ জসিম উদ্দিন(৩৪), পিতা-জালাল আহম্মেদ, থানা-রায়পুর, জেলা-লক্ষিপুর। ১০.মোঃ সুমন কাজী(৪০), পিতা-মৃত কাজি আলী আকবর, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর। ১১.মোঃ দারোগালী(৪৫), পিতা-মোঃ আব্দুল হক, থানা-কাউখালি, জেলা-পিরোজপুর। ১২.খোরশেদ আলী(৩০), পিতা-মোবারক আলী, থানা-মুলাদী, জেলা-বরিশাল। ১৩.মোঃ সোহেল রানা(৩৯), পিতা-আব্দুল মালেক, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here