পিআইবি মহাপরিচালক আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে

0
272
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি)মহাপরিচালক মো.শাহ আলমগীর গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তার শ্যালিকা শাহনাজ শারমীন আজ বুধবার জানান, শাহ আলমগীরের রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। ডায়াবেটিসসহ বিভিন্নি শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। গত ২১ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি হন পিআইবির মহাপরিচালক। পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শাহ আলমগীর ২০১৩ সালের ৭ জুলাই পিআইবির মহাপরিচালকের দায়িত্ব পান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here