Daily Gazipur Online

পিএসসি ও জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের পিএসসি পরীক্ষায় ৯জন ও জেএসসি পরীক্ষায় ৩৮জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি আলতাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। পিএসসি ও জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এড. মো: আজমত উল্লা খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক ফোরামের যুগ্ম আহŸায়ক আজহারুল ইসলাম বেপারী, প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, সাবেক শিক্ষক প্রতিনিধি সুরুজ্জামান মাষ্টার, সানা উল্লাহ, হাবিবুর রহমান বিএসসি, গোলজার হোসেন, টঙ্গী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসান মামুন, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, হাজী কাজী শহীদ, হাজী মোহাম্মদ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে পিএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৯জন ও জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৩৮জনকে সংবর্ধনা ও ফটোসেশন করা হয়।