পিরোজপুরে পাঁচ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

0
179
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : পিরোজপুরের স্বরূপকাঠির ইন্দেরহাট বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালকের নেতৃত্বে ও নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, মজুদ ও সরবরাহ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এ অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির অভিযোগে জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা, সাহা মিষ্টান্ন ভাণ্ডারকে ৪ হাজার, নিউ বনফুল মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার, বাদল হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সাকিব মেডিক্যাল হল’কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৪ হাজার টাকাসহ সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানকালে স্যানিটারি ইন্সেপক্টর শেখ মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here