Daily Gazipur Online

পীরগাছা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ রবিবার বগুড়ার গাবতলী সোনারায়ের পীরগাছা উচ্চ বিদ্যালয়ে ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বরেণ্য অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারায় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইমলাম, সাবেকপাড়া দেলোয়ারীয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, সমাজসেবক জালাল উদ্দিন আকন্দ, সোনারায় ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা আলতাফ আলী আকন্দ ও পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, গাবতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইন। ম্যানেজিং কমিটির সদস্য মতিয়ার রহমান মতির পরিচালনায় আরো বক্তব্য রাখেন অত্র হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য উজ্জ্বল চন্দ্র, জালাল আহম্মেদ, আব্দুর রশিদ, মর্জিনা বেগম, ডাঃ আশরাফুল ইসলাম রাজু, মনিকা মমতাজ জাহান, আকতার বানু, নয়ন মনি নিয়োগী’সহ শিক্ষকবৃন্দ ও অভিভাবক এবং শিক্ষর্থীগন প্রমূখ। শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।