Daily Gazipur Online

পুবাইলেরেলওয়ের গেইটম্যানকে মারধর অফিস ভাংচুর

মোঃ রাজীব হোসেন গাজীপুর (পূবাইল) প্রতিনিধি : গাজীপুর মহানগরের পুবাইল মিরের বাজার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দায়িত্বরত গেইট ম্যান সেলিম (২১)নামের যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্তরা। গতশুক্রবার ২৩জুলাইভোরে এঘটনাটি ঘটে। আহত সেলিমকে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত সেলিম সাতক্ষীরা জেলার তালা থানার দেওয়ানী পাড়া গ্রামের রিয়াজ উদ্দিন সরকারের ছেলে।
তিনি পুবাইল মিরের বাজার এলাকায় আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থেকে ছয় বছর যাবৎ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী বিভাগের গেইট নং- ই/৭৪ মিরের বাজার এলাকায় চাকরি করছেন।
আহত সেলিম জানান, শুক্রবার সকাল ৬.৪০ এ আপলাইনে চিটাগং মেইলের খবর পেয়ে মিরের বাজার গেইটটি ফেলে রাস্তাটি বন্ধ করে দেই। হঠাৎ অটো রিক্সা থেকে একজন লোক নেমে গেইটটি উঠানোর চেষ্টা করে। ট্রেনটি খুব কাছাকাছি থাকায় আমি বাধা দিলে গাড়িতে থাকা আরো ৫/৬ জন লোক নেমে আমাকে মারধোর করতে থাকে। আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা ফোন করে আরো ফজল, শাহিন ও ওসমান নামে তিন সন্ত্রাসীকে নিয়ে এসে আমাকে মারধোর করে আমার শরীর রক্তাক্ত করে দেন। এবং হাতে থাকা রড ও লোহার চেইন দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পরে আমি আমাদের অফিসরুমে দৌড় দিয়ে ডুকে আশ্রয় নিলেঅফিস রুমের ভিতরে আমাকে মারধর করে এবং অফিসকক্ষ ভাংচর করে। আমার ডাক চিৎকারে এলাকাবাসীএসে আমাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানার (ওসি)ফেরদৌস হোসেন জানান যে এ ব্যাপারে রেলওয়ে থানায় মারধর ও অফিস ভাংচর মামলা হয়েছে।