Daily Gazipur Online

পুলিশি হয়রানী ও মিথ্যা মামলার বিষয়ে তদন্ত পূর্বক সুবিচারের আবেদন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার টেংরিয়া (ঝাড়বাড়ী) এলাকার বাসিন্দা মোঃ আক্কাশ আলীর পুত্র মোঃ আতিক হাসান নিজ পিতার বিরুদ্ধে পুলিশি মিথ্যা ও হয়রানী মূলক মামলায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা কর্তৃক তদন্ত পূর্বক সুবিচারের আবেদন করেছেন প্রশাসনের বিভিন্ন মহলে।
লিখিত আবেদনের মাধ্যমে জানান, হরিপুর থানা পুলিশ এস আই ভূষণ চন্দ্র বর্ম্মন ১৮/০৫/১৮ইং তারিখে তার পিতার ব্যবহৃত টি,ভি,এস এ্যাপাচি আরটিআর মোটর সাইকেলটি তাহাদের বাসা হতে রাত আনুমানিক ১০:০০টায় থানায় নিয়ে আসে। কোন মামলায় সম্পৃক্ত না করেই এখনও থানায় মোটর সাইকেলটি আটকে রাখে। উক্ত মোটর সাইকেলটির মালিকানা কাগজ পত্র আমার মায়ের নামে। পরবর্তীতে উক্ত মোটর সাইকেলটি আমার মা তাহার হেফাজতে মোটরসাইকেলটি নেবার জন্য জি.আর-৯১/১৮নং মামলায় দরক্ষাস্ত করেন এবং বিজ্ঞ আদালতের মারফত জানতে পারেন মোটর সাইকেলের কোন মামলা দেওয়া হয়নি। পরে হরিপুর থানা পুলিশ মোটর সাইকেলটি দিবেন মর্মে-৫০,০০০হাজার টাকা চাঁদা দাবী করেন। আমার মা অপারগতা স্বীকার করেন। এ ব্যপারে স্থানীয় দু একজনের সাথে কথা হলে পুলিশ আমাদের উপর ক্ষীপ্ত হয়ে আমার মাকে ধৃত করিবার জন্য খুজিয়া বেড়ান। আমার মায়ের কাছে হরিপুর থানার বিভিন্ন এস আই বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমার মায়ের কাছে টাকা চাহেন। বিভিন্ন প্রকার ভয়ভীতিকর কর্তাবার্তা ও হুমকি প্রদর্শন করেন। এবং এমনি ভাবে গত- ২৬/০৫/১৯ইং তারিখ আনুমানিক রাত-২:০০টার সময়ে কোন অভিযোগ ছাড়াই হরিপুর থানার ১০-১২ জন পুলিশ সদস্য অর্তকিত ভাবে আমার পিতার বাড়ী, সাং – টেংরিয়া (ঝাড়বাড়ী), থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁওয়ে উপস্থিত হয়ে দরজায় স্বজোরে লাথি মারিতে থাকে। আমার বাবা বাসায় না থাকায় দরজা খুলতে ভয় পাই। এক পর্যায়ে দরজা ভেঙ্গে আমার মায়ের শোবার ঘড়ের ভেতর প্রবেশ করে এলোপাথারী মারধোর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে আমার নাকি মাদক ব্যবসায়ী অথচ্য আমাদের পুরো বাড়ী তল্লাশী চালিয়ে কোন মাদক পায়নি। আমাদের বাসা থেকে ২,০৫,০০০/-টাকা সহ একটি বার্জাজ ডিসকোভার ১২৫সিসি মোটর সাইকেল এবং আমার মাকে নিয়ে চলে যান। পরের দিন আমার মাকে মাদক মামলা দিয়ে জেল হাজতে পাঠান।
এ সবের প্রেক্ষিতে মোঃআকাশের ছেলে মোঃ আতিক হাসান প্রশাসনের কাছে পুলিশি হয়রানী বন্ধে সঠিক তদন্ত সাপেক্ষে সুবিচারের দাবী জানান।
স্থানীয়রা যা বলছে
এই পরিবারের অভিযোগ এবং পুলিশের ভাষ্য নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে আমাদের প্রতিনিধি।
আকাশের বাড়ির ঠিক উল্টো দিকে মোঃ রাজ্জাক পিতা- তসলিম সাবেক মেম্বার( ৫নং টেংরিয়া ঝাড়বাড়ী) বলেন, আমাদের এলাকায় মাদক কেনাবেচা হয় একথা ঠিক না। এখন পর্যন্ত আমাদের এলাকায় পুলিশ কাউকে মাদক সহ গ্রেপ্তার করতে পারেনি। সন্ধেহে পুলিশ দুএকজনকে ধরে নিয়ে গেছে বলে শুনেশি।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওই বাসার কেউ মাদক ব্যবসা করে, এমন কথা আমি কখনো শুনিনি।”
গত- ২৬/০৫/১৯ ইং সেদিন কী ঘটেছিল জানতে চাইলে তিনি বলেন, হঠাৎ রাত আনুমানিক ২/৩ টা হবে আকাশের বাসায় দরজা ধাক্কাধাক্কির শব্দ শুনতে পাই।শুনেছি পুলিশ নাকি দরজা ভেঙ্গে আকাশের শোবার ঘড়ের ভেতর প্রবেশ করে এলোপাথারী মারধোর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে তারা তো মাদক ব্যবসায়ী অথচ্য পুলিশ পুরো বাড়ী তল্লাশী চালিয়ে কোন মাদক পায়নি। আকাশের বাসা থেকে ২,০৫,০০০/-টাকা সহ একটি বার্জাজ ডিসকোভার ১২৫সিসি মোটর সাইকেল এবং তার স্ত্রী আনজ্জুআরাকে ধরে নিয়ে চলে যান। পরের দিন তাকে মাদক মামলা দিয়ে জেল হাজতে পাঠান।
পুলিশ যা বলছে
মাদক পাওয়ার অভিযোগে আনজ্জুয়ারার বিরুদ্ধে হরিপর থানায় যে মামলা হয়েছে, তার বাদী ওই থানার এসআই মোঃ রেজাউল আলম।
আমাদের প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওইদিন ফেনসিডিলসহ আনজ্জুয়ারাকে গ্রেপ্তার করে পুলিশ। আকাশ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ওদের পুরো পরিবার মাদক ব্যবসায় জড়িত।”
এসআই মোঃ রেজাউল আলম রেজা বলছেন, আনজ্জুয়ারার পরিবারের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মামলার বাদী বলেন, “দীর্ঘদিন ধরে হরিপুর থানা এলাকায় মাদকের বিরুদ্ধে বহু অভিযান চালানোর কারণে অনেকেই আমাদের বিরুদ্ধে বলে। তারা বিভিন্ন মিথ্যা অভিযোগ তৈরি করে অপপ্রচার চালাচ্ছে।”
হরিপুর থানার এসআই মোঃ রেজাউল আলম রেজা ওই পরিবারের কারও কাছ থেকে টাকা দাবী বা টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলছেন, ১৫টি ফেনসিডিল পাওয়ায় আনজ্জুয়ারারাকে তিনি সেদিন থানায় নিয়ে গিয়েছিলেন। “কারো কাছ থেকেই পুলিশ টাকা দাবী করেন নাই।
অবশ্য হরিপুর থানার ওসি মো. নজরুল ইসলাম অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। তিনি বলেন আকাশ একজন মাদক ব্যবসায়ী তার নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।আমাদের থানায় তারও তার স্ত্রীর নামে ৪টি মামলা রয়েছে এবং মাদক সহ আকাশের স্ত্রে আনজ্জুয়ারারাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠনো হয়েছে।
আমার থানার পুলিশ যদি কার ও কাছে থেকে টাকা নিয়ে থাকলে আর সেটা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।