Daily Gazipur Online

পুলিশের সাথে কাজ করি “মাদক সন্ত্রাস জঙ্গীবাদ মুক্ত নড়াইল গড়ি

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: পুলিশের সাথে কাজ করি মাদক সন্ত্রাস জজঙ্গীবাদ মুক্ত নড়াইল গড়ি এই স্লোগানকে সামনে রেখে। নড়াইলে জেলা পুলিশ, আয়োজনে এ উপলক্ষে র‌্যালী ,আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহম্মদ জসীম উদ্দিনের পিপিএম (বার) সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়ারুল ইসলাম, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান হোসেন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি মোঃ হাসানুজ্জামান, সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মল্লিক,জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। অপরদিকে নড়াইলের কালিয়া থানা পুলিশের আয়োজনে পালিত হল কমিউনিটি পুলিশ ডে ২০১৯। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৯টায় কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে প্রায় ৫শত লোক নিয়ে একটি র‌্যালি বের হয় । র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কালিয়া পৌর ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানেই পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা, উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম , কালিয়া থানার ও,সি(তদন্ত)ইকরাম হোসেন এবং স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।