সানাউল্লাহ স্বপন: আজ সোমবার গাজীপুর মহানগর মেট্রোপলিটনের বোর্ডবাজার এলাকায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার(জি এম পি) আনোয়ার হোসেন, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল তার বক্তব্য বলেন, গাজীপুর সিটিতে যানজট, অবৈধ পার্কিং, চুরি ডাকাতি,সন্ত্রাস পুলিশ ইচ্ছে করলে বন্ধ করতে পারে, এতে পুলিশ টহল ব্যবস্থা উন্নত করতে হবে। তিনি অনুরোধ করেন জনগণ ও ব্যবসায়ীদের প্রাণের দাবি সকাল ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত যাতে ভ্যানে করে মালামাল বহন করতে পারে সেদিকে যেন কমিশনার দৃষ্টি রাখেন, এ সকল কাজের জন্য তিনি পুলিশকে সর্বাত্মক সাহায্য করবেন বলে জানিয়েছেন। তিনি তার নিজের উদ্যোগে সৌন্দর্যবর্ধনের জন্য বোর্ড বাজার রাস্তার পাশ দিয়ে ফুল গাছের চারা রোপন করেছেন । তিনি আরো বলেন অসুস্থ ব্যাক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পেডেল চালিত রিকশা ও ভ্যান যাতে চলে সেদিকে যেন দৃষ্টি রাখেন । উক্ত সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল (কাউন্সিলর ৩৭ নম্বর ওয়ার্ড) ,গাজীপুর মহানগরের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৈহিদুল ইসলাম দ্বীপ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মযুব লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুকুল সরকার,এতে আর উপস্থিত ছিলেন গাছা থানার এসি আশরাফুল ,গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ।