
ডেইলি গাজীপুর প্রতিবেদক: কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। প্রিয়জন হারানো এসব পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য উপহার-সামগ্রী পাঠিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। পুলিশ সদর দফতর থেকে গতকাল পাঠানো এসব উপহার-সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য এবং ঈদের পোশাক। চলমান করোনাযুদ্ধে জীবন বিলিয়ে দেওয়া সাত পুলিশ সদস্য ও গত বছর দায়িত্বরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৯১ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে এসব ঈদ উপহার-সামগ্রী পাঠানো হয়। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বছর ১ মার্চ আনুষ্ঠানিকভাবে ঢাকায় এবং ঢাকার বাইরে প্রতিটি ইউনিটে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয়ে থাকে। এ ছাড়া তাদের পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে পুলিশ সদর দফতরের কল্যাণ শাখা থেকে নিয়মিত খোঁজখবর নেওয়া হয়।






