পূবাইলের কৃতি সন্তান অধ্যাপক আলমগীর ভুঁইয়া ইবির ট্রেজারার পদে নিয়োগ পেলেন

0
454
728×90 Banner

মোঃ রাজীব হোসেন, পূবাইল গাজীপুর প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহনগরের ৪২নংওয়ার্ডের হারবাইদএলাকার কৃতি সন্তান প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। দীর্ঘ ৮ মাস শূন্য থাকার পর এ নিয়োগ দেওয়া হয়েছে।আজ বুধবার (৫ এপ্রিল) রাষ্ট্রপ‌তির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ সংশােধিত আইন ২০১০ এর আইন ১২ (১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট আব্দুল হামিদ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। আগামী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে নবনিযুক্ত ট্রেজারার আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ‘শিক্ষামন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিজ্ঞপ্তিটির কপি পেয়েছি।’তিনি বলেন, ‘আগামীকাল যোগদান করবো। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here