Daily Gazipur Online

পূবাইলে তালাবদ্ধ রুম থেকে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার,স্বামী পলাতক

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন করমতলা পশ্চিমপাড়া এলাকা থেকে নাজমা (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে করমতলা সুমনের ভাড়া বাড়ীর একটি তালাবদ্ধ রুম থেকে লাশটি উদ্ধার করে পূবাইল থানা পুলিশ। নাজমা নেক্সট কম্পোজিট গার্মেন্টস এ স্বামীর সাথে অপারেটর পদে চাকরি করতেন। নিহত নাজমা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পাকুরতলা গ্রামের মাহমুদ আলীর মেয়ে। নাজমার বাবা মাহমুদ আলী জানান, তার মেয়ের ১২ বছর আগে প্রথম বিয়ে হয়। ঐ সংসারের ৯ বছরের একটি মেয়ে আছে। গত ৬ বছর আগে প্রথম স্বামী মারা যাওয়ার পর গত ২ বছর আগে নিজের পছন্দ অনুযায়ী ময়মনসিংহ জেলার নান্দাইল থানার তেলিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ওমর ফারুক কে বিয়ে করে সংসার করে আসছেন। আমি গত শনিবার সকালে মেয়ের খবর নেওয়ার জন্য ভাড়া বাসায় গেলে আমার জামাতা রুমের দরজার সামনে থেকে সু কৌশলে কথা বলে এবং জানায় আমার মেয়ে ঘুমাচ্ছে। এবং বলে আজ তাদের দুজনের অফিস ছুটি নারায়নগঞ্জ কোন আত্মীয়ের বাসায় বেড়াতে যাবে। আমি দুপুরে মেয়ের ভাড়া বাড়ীতে আসলে রুম তালাবদ্ধ দেখি। পরে সন্ধ্যায় মুঠোফোনে ফোন দিলে বারবার ফোন কেটে দেয়। আজ রবিবার সকালে ভাড়া বাড়ীর লোকজন জানালা দিয়ে দেখতে পায় রুমের এক পাশে আমার মেয়ে পড়ে আছে। পরে এলাকাবাসী থানা পুলিশকে জানালে পুলিশ রুমের তালা খুলে আমার মেয়ের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান ভিকটিমের মাথা ও শরীরের বিভিন্ন অংশ রক্তে মাখা। ধারনা করা যাচ্ছে যে, গত শুক্রবার দিবাগত রাতে মেয়েটিকে হত্যা করে স্বামী রুমে তালা লাগিয়ে গত শনিবারে পালিয়ে যায়। ময়না তদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। স্বামীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।