Daily Gazipur Online

পূবাইলে নাগদা ও বালু নদীর ২২ কিলোমিটার খনন কাজের উদ্বোধন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরের পূবাইলে নাগদা ও বালু নদীর ২২ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের বিন্দান এলাকায় ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি হল রুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বিআইডব্লিউটিএ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর ৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি।
আরও ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিছুর রহমান মিয়া, বিআইডব্লিউটিএর সদস্য যুগ্ম সচিব আ. সাত্তার, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমান্ডো গোলাম সাদেক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ, ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিশ, ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ. সালাম প্রমুখ।