Daily Gazipur Online

পূবাইলে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ র‌্যালি

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজারে পূবাইল থানা আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পূবাইল থানা পরিবহণ শ্রমিক লীগের সাবেক সভাপতি মোক্তার হোসেন। পূবাইল থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী রাকিবুল হাসান। পূবাইল থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তফা কামাল। স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর মোশারফ, মিলন হোসেন। যুবলীগ নেতা হাসান, ছাত্রলীগ নেতা শামিম আজাদ, নাজমুল হাসান তপু, নাইম প্রমুখ।