পূবাইলে পানি ও খাবার স্যালাইন বিতরণ

0
137
728×90 Banner

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ বর্তমানে সপ্তাহ জুড়ে দেশব্যাপী তীব্র তাপদাহে সাধারণ মানুষ ও শ্রমজীবি মানুষ যে চরম ভোগান্তি ভোগাচ্ছে সেটি লাঘবে গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আজ দুপুরে মিরের বাজার এলাকায় গাড়ী চালক, যাত্রী সাধারণ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, এই প্রচন্ড তাপদাহের মাঝে নিম্ন আয়ের মানুষের পাশে আমাদের সাধ্য অনুযায়ী সকলের এগিয়ে আসা উচিৎ। আমাদের সকলের বাহিরে চলাচল করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। দিনের বেলায় যথাসম্ভব বাহিরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা। গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের সাধারন সম্পাদক নাসির উদ্দিন। গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যান সংগঠনের প্রচার সম্পাদক মোঃ ওসমান গণি প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here