

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের পূবাইল এলাকায় দুবাই প্রবাসী নাসিম মিয়ার কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনতাই করে পালানোর সময় কথিত পুলিশের সোর্স ইয়াছিন সরকার উরফে সোর্স হৃদয়কে হাতেনাতে গ্রেফতার করেছে পুবাইল থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে তার দুই সহযোগী ও মাঝুখান এলাকা থেকে তার ভাই শান্তকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে ছিনতাইকৃত ২টি স্বর্ণের চুরি, ৬টি আংটি, ২ টি কানের দুল যার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা । শনিবার রাত সাড়ে আটটার দিকে পূবাইলের তালটিয়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসী।
গ্রেফতারকৃতরা হলেন, ইয়াছিন সরকার উরফে হৃদয় (৩৮), তার সহদোর ভাই তন্ময় হাসান শান্ত (২২) উভয়ই পূবাইল বাড়ইবাড়ি এলাকার মিজান সরকারের ছেলে। বর্তমানে করমতলা ভাড়া থাকেন।
অপর আসামী রাকিবুল হাসান হৃদয় (২৪) একই থানার বড়াদল গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে ও অপু মিয়া (৩২) জয়দেবপুর থানার ছোট কয়ের এলাকার তামান মিয়ার ছেলে।
এজহার সুত্রে জানা যায়, গত শনিবার ভুক্তভোগীর বন্ধু আসামী রাকিবের সহযোগিতায় আসামী হৃদয়ের হায়েস গাড়ি ভাড়া নিয়ে বিমানবন্দর কাস্টমসে যান নাসিম। এসময় তার বন্ধু রাকিবুলের সঙ্গী হিসেবে মামলা চতুর্থ আসামী অপু ও ভুক্তভোগীর ভাই আদনান তার সাথে ছিলেন। কাস্টমস থেকে স্বর্ণ ছারাই এর পর বাসায় ফেরার পথে তালটিয়া এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে গাড়ি সাইড করেন ড্রাইভার হৃদয়। পরে তার পরিকল্পনা মতে ঘটনাস্থলে উপস্থিত হয় হৃদয়ের ভাই শান্ত সহ অজ্ঞাত কয়েকজন। একপর্যায়ে তারা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশে খবর দেন ভুক্তভোগী। পাশে থাকা টহল পুলিশ ঘঠনাস্থল থেকে তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে সোর্স হৃদয়ের কাছ থেকে কয়েকটি স্বর্ণের অলঙ্কার উদ্ধার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়া আসামি শান্তকে আটক করে বাকি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত আছে।






