Daily Gazipur Online

পূবাইলে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

মোঃ রাজিব হোসেন, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের ৪০নং ওয়ার্ডের কলের বাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে আলোচনা,দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি শেখ শাহজাহান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ড কাউন্সিল আজিজুর রহমান শিরিশ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোৎসনা বেগম,আ.লীগ নেতা মাসুদর রহমান বিল্লাল, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য রাজিবুল হাসান রাজিব, যুবলীগ নেতা, শামিম খান,আব্দুল বাসেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম।