পূবাইলে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

0
280
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের পুবাইল থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নজরুল ইসলাম নজু নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত নজরুল মুন্সিগঞ্জ জেলার গজাড়িয়া থানার চালকান্দি গ্রামের মৃত মোস্তফা ফকিরের ছেলে। সে দীর্ঘধীন যাবত টঙ্গীর ব্যাংকের মাঠবস্তিতে বসবাস করে মাদক ব্যবসা করতো বলে এলাকাবাসি জানান। নজরুলের বিরুদ্ধে মাদকসহ ১২থেকে ১৫টি মামলা রয়েছে।
র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান জানান, পুবাইল এলাকায় ছয়/সাতজন মাদকবিক্রেতা অবস্থান করছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটলে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিনটি শটগান, দুই হাজার ৫০০ পিস ইয়াবা ও গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করা হয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রবীর নামে র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here