মোঃ দেলোয়ার হোসেন, পূবাইল প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২নং ওয়ার্ডের পদহারবাইদ এলাকায় শাজাহান ভূইয়ার ভাড়া বাড়ি থেকে মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে শিক্ষকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ। মঙ্গলবার ২২ই মার্চ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পূবাইল থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক একই এলাকার হারবাইদ স্কুল এন্ড কলেজের স্কুল শাখার ইংরেজী শিক্ষক ছিলেন। গত কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়ীতে চলে যায়। ঘরে একাই থাকতেন তিনি। গত দুই তিন দিন ধরে তার ঘরের দরজা বন্ধ ছিল। তার ঘর থেকে পঁচা গন্ধ বের হলে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে খাঁটের উপর থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করে। নিহতের বাড়ী ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার দিঘিরপাড় এলাকার নিয়ামত আলীর ছেলে। তিনি দীর্ঘ পঁচিশ থেকে ত্রিশ বছর যাবৎ হারবাইদ স্কুলে শিক্ষকতা করতেন। পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, ধারনা করা যাচ্ছে লাশটি দুই তিন ধরে পড়ে আছে। লাশে পঁচন ধরেছে। উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।