Daily Gazipur Online

পূবাইলে বিলের পানি থেকে ৮ বছরের শিশুর লাশ উদ্ধার

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানার ৪০ নং ওয়ার্ড মাজুখান বাঘের টেক বর্ষার পানি থেকে ৮ বছরের শিশু কন্যা নুপুরের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বর্ষার পানি থেকে ভাসমান লাশের খবর দেয় আব্দুলাহ নামক এক ছেলে বৃহস্পতিবার সকাল দশটার দিকে পরে পূবাইল থানা পুলিশকে খবর দেয়। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বিকালের দিকে মাজুখান বাঘেরটেক এলাকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া একই এলাকার পশ্চিম পাড়ার আবুল হোসেনের মেয়ে নুপুর ( ৮) পাশের বাড়ির লিটনের বিয়ের অনুষ্ঠানে ঘুরতে জায়। পাশে বিয়ের অনুষ্ঠান থাকায় নুপুরের ঘরে ফেরা নিয়ে তেমন কোনো চিন্তা ছিলো না পরিবারের। মাগরিবের পরেও নুপুর বাড়িতে ফিরে না আসলে রাত দশটার পর এলাকায় মাইকিং করে। অনেক খোঁজ খোজি করে না পেয়ে পরিবার একমাত্র কন্যা সন্তানের শোকে নির্ঘুম রাত কাটায়। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মাজুখান লতা হারবাল বিডি লি. এর গাড়ি চালক আব্দুল আলিমের ছেলে আবদুল্লাহ নুপুরের বাড়ির পাশের বর্ষার পানিতে শিশুটির লাশ ভাসতে দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। প্রাথমিক ভাবে মৃত্যুর খবর জানা না গেলেও প্রতিবেশী তাসলিমা সহ অনেকে জানায় সকালে পানি থেকে লাশ উদ্ধার করলে শিশুটির গলায়, নাকে, চোখে আঘাতে চিহ্ন দেখতে পাই। পূবাইল থানা পুলিশ জিজ্ঞাসা বাদের জন্য একজন আটক করে। এ ব্যাপারে পুলিশের উর্ধতন কর্মকর্তা, পিবিআই ও র‌্যাব ঘটনা স্থল পরিদর্শন করে। পূবাইল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ময়নাতদন্তের রিপোর্টের আগে কিছু বলা যাবে না।