

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের পূবাইলে বিয়ের প্রলোভনে (১৭) কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে রবিবার সকালে পূবাইল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মাজুখান পশ্চিম পাড়া আলামিন মোল্লার ছেলে নাজমুল হুদা সাহেদ একই এলাকার ভাড়াটিয়া কলেজ পড়ুয়া এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মামলার বাদী জানান যে, আমার মেয়েকে বিয়ে করবে বলে গত ২৯ মে বিকেলে আমার ভাড়া বাসায় আমি ও আমার স্ত্রীর অনুপস্থিতিতে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ধর্ষণ করে। এক পর্যায়ে আমার মেয়ে নাজমুলকে বিয়ের করতে প্রস্তাব দিলে রাজি না হওয়ায় কয়েক দিন আগে ছেলের পরিবারকে জানাই। ছেলের পরিবার বিয়ে করাতে রাজি হয় না। এক পর্যায়ে ছেলেকে আসামী করে মামলা দায়ের করি। এ ব্যাপারে পূবাইল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, এ ব্যাপারে একটি মামলা রুজু হয়েছে। আসামী আটকের চেষ্টা চলছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।






