
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার বাধুন নাগপাড়া এলাকায় থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন-জামালপুর সদর থানা এলাকার বাসিন্দা জালাল উদ্দিন (৬৫)। রোববার (২০ জানুয়ারি) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান জানান, বাধুন নাগপাড়া এলাকায় গাছের সঙ্গে গলায় রশি পেচানো জালাল উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে দুপুরে তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর বলা যাবে। তিনি ওই এলাকায় এক আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলেন।
