Daily Gazipur Online

পূবাইলে বৃদ্ধ মহিলাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইলে ৭০ বছরের বৃদ্ধা দাদিকে ধর্ষনের অভিযোগ উঠেছে নাতি নিলয় খানের বিরুদ্ধে। গত রবিবার বিকেলে পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের মেঘডুবী এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধা দাদি (৭০) সে ষ্ট্রোক করে অসুস্থ হয়ে বাসায় দীর্ঘ সাত বছর ধরে অবস্থান করতেছে। সে একা চলাফেরা করতে পারে না। গত রবিবার পরিবারের লোকজন পাশের এলাকায় বিয়ের দাওয়াত খাওয়ার জন্য সবাই চলে গেলে অভিযুক্ত নাতি দাদির শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষন করে আসামি পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন বাড়িতে এসে বৃদ্ধার খবর নিতে গেলে দেখতে পায় যে বৃদ্ধা কান্নাকাটি করছে। পরে তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে নিলয় আমাকে জোরপূর্বক ধর্ষন করে। পরে পরিবারের লোকজন ভিকটিম কে চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের শারীরিক অবস্থা খারাপ থাকায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। এ ব্যাপারে ভিকটিমের মেয়ে বাদী হয়ে গতকাল পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পূবাইল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেঘডুবী এলাকা হতে আসামিকে আটক করে। এ ব্যাপারে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান রবিবার বিকেলে পূবাইল থানার মেঘডুবী মুন্সীবাড়ী এলাকায় ৭০ বছর বয়সী বিধবাকে বৃদ্ধার আপন ছেলের নাতি জোরপূর্বক ধর্ষণ করে। আমরা আসামিকে মঙ্গলবার দিবাগত রাটে আটক করে আজ দুপুরে গাজীপুর কোর্টে প্রেরণ করি।