Daily Gazipur Online

পূবাইলে মেহের আফরোজ চুমকির রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

মোঃ রাজীব হোসেন, পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির রোগমুক্তি কামনায় সোমবার বাদ মাগরিব পূবাইলের ৪০ নং ওয়ার্ডের মুন্সি বাড়ি মাতৃকোল জুনিয়র স্কুল প্রাঙ্গণে মেহের আফরোজ চুমকি সহ সারা দেশে করোনা আক্রান্তদের সুস্থতায় কোরআন তেলাওয়াত , তবারক বিতরণ ও বিশেষ দোয়া করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ আল মামুন।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে আরও উপস্থিত ছিলেন ৪২নং আ”লীগের ওয়ার্ড সচিব কাশেম মেম্বার, পূবাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজাফর হোসেন, পূবাইল থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসুদুর রহমান মাসুদ, আওয়ামী লীগ নেতা কাজিম উদ্দিন মাষ্টার, পূবাইল থানা মহিলা আ’লীগের যুগ্ম আহবায়ক স্বীকৃতি রানী মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ফজলুল হক মাষ্টার।