Daily Gazipur Online

পূবাইলে সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহম্মেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের তালটিয়া চেয়ারম্যান বাড়িতে বুধবার ১৯ শে নভেম্বর বিকাল ৪ ঘটিকার সময় সাবেক কাউন্সিলর ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন সিনিয়র সহ-সভাপতি পূবাইল থানা বিএনপি, আরিফ হোসেন ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক পূবাইল থানা বিএনপি, জাকির হোসেন সরকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,পূবাইল থানা বিএনপি, আসাদ হোসেন বুলবুল সম্মানিত সদস্য পূবাইল থানা বিএনপি, সাখাওয়াত হোসেন খোকন সম্মানিত সদস্য পূবাইল থানা বিএনপি, উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিব হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক পূবাইল থানা বিএনপি। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ বলেন আমি ছাত্র জীবন থেকে রাজনৈতিক এর সাথে জড়িত ১৯৮৮ সালে সর্বোচ্চ ভোট পেয়ে পুবাইল ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হই। পরে ১৯৯৪ সালের শেষের দিকে পুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে পরাজয় বরণ করেও জনগণের সেবা করা থেকে সরে যায়নি। ২০০৩ সালে পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় ১০ বছর সুনামের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করি ।ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে নির্যাতন করে এসপি হারুনের বাহিনী আমাকে পা ভেঙ্গে দিয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালের গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ফ্যাসিস্ট সরকার ও এসপি হারুন এর কার সাজিতে অল্প ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাথে আমাকে পরাজয় বরণ করায়। দীর্ঘ সময়ে আমি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ১২টি মামলার আসামি হই। ২০২৩ সালের ২৫ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করি এবং বিপুল ভোটে জয়লাভ করি। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তারপরও আমি বিএনপির কোন অনুষ্ঠান ও কর্মসূচি থেকে বিরত থাকিনি। সবদিক বিবেচনা করে সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য পুত্র গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক জননেতা এ কে এম ফজলুল হক মিলনের সহযোগিতায় পুনরায় আমাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেন। তিনি আরো বলেন আমাদের মার্কা ধানের শীষ তাই ফজলুল হক মিলন সহ গাজীপুরের সবাইকে ধানের শীষ ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এই কারণে আমার বাড়িতে পূবাইল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা ,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করি।