Daily Gazipur Online

পৃথিবীতে এমন মানুষ এই একজনই এসেছিলেন এপি জে আবদুল কালাম

উজ্জ্বল রায়: পৃথিবীতে এমন মানুষ এই একজনই এসেছিলেন। কিন্তু জানেন, এই মানুষটিনা খুব বোকা ছিলেন। আরে বাবা যে দেশের রাষ্ট্রপতি তার কাছে মানে রাষ্ট্রপতি ভবনে স্বপরিবারে বেড়াতে আসলেন তারই নিজের ভাই ১১ জন সদস্য ৩ দিন ছিলেন তারা। বেশ তাতে কিহয়েছে হয়েছে মানে জানেন কি হয়েছে তাদের থাকা ও খাওয়াতে যা খরচ হয়েছে সেই খরচের হিসাব চাইলেন রাষ্ট্রপতি ভবনের অধিকারীকের কাছে এবং সেই খরচ নিজের নামে ব্যাঙ্কে জমে থাকা রাষ্ট্রপতি ভাতা থেকে ৩ ২২ ০০০ টাকার চেক কেটে দিলেন যেটা সরকারি কোষাগারে জমা পড়ল। বলেন কি মশাই এ যে সত্যিই আশ্চর্য নামেই মুসলমান কিন্তু কোনোদিন মসজিদে যাননি নামাজ পড়েননি বরঞ্চ গীতা পড়তেন, তানপুরা বাজিয়ে গান করতেন, সাধু সন্যাসীদের পায়ে হাত দিয়ে প্রনাম করতেন, মঠে আশ্রমে যেতেন, দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে অকাতরে সাহায্য করতেন আরে যাচ্ছেন কোথায় অনেক কিছুই বলার ছিল কিন্তু সময় যে কম যাই হোক শেষ টুকু শুনুন। এই মানুষটির মৃত্যুর পর ওনার কি কি জিনিস আছে খুঁজে দেখা হল। পাওয়া গেল দুই আলমারি ভর্তি বই সংখ্যায় ২৫ ০০০ এর উপর, ৪ জোড়া সুট, ৩সেট সাধারন ঘরে পড়া জামা প্যান্ট, ৪ জোড়া জুতো, ২ জোড়া চপ্পল, ৪ টি কলম ব্যাঙ্কে ৭২ ০০০ টাকা। অবিবাহিত এই বোকা মানুষটি হলেন এই দেশের প্রাক্তন রাষ্ট্রপতি বিখ্যাত বৈজ্ঞানিক আবুল কালাম। এযে সত্যিই নমস্য ব্যক্তি ভারতবষের গর্ব। প্রয়াত ভারতের রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের ১৫টি উক্তি আপনার ক্যারিয়ার পাল্টে দিতে পারে।