Daily Gazipur Online

পেঁয়াজের অস্থির বাজার নিয়ে রঙ্গ-তামাশা……. মহিউদ্দীন আহমেদ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : পেঁয়াজের অস্থির বাজার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রঙ্গ-তামাশা হতদরিদ্র সাধারণ মানুষের চরম দুরস্থার সাথে নিষ্ঠুরতার শামিল বলে মনে করেন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ’র আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ। আজ ১৮ নভেম্বর ২০১৯ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
মহিউদ্দীন আহমেদ বলেন, পেঁয়াজ উৎপাদন করে কৃষক। যার দায়িত্বে কৃষি মন্ত্রণালয়। হিসাব করে পরিসংখ্যান ব্যুরো। তাদের তথ্য মতে মোট চাহিদা প্রায় ২০ লক্ষ মেঃ টন। অথচ দেশে উৎপাদিত হয়েছে প্রায় ১৭ লক্ষ মেঃ টন। অর্থাৎ ঘাটতি রয়েছে মাত্র ৩ লক্ষ মেঃ টন। ব্যবসীরা পুঁজি খাটিয়ে মুনাফা করতে চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু সব দেশে বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারি ভাবে একটি প্যারালাল প্রতিষ্ঠান থাকে। যাদের কাজ বাজারকে স্থিতিশীল রাখা। এছাড়াও প্রতিযোগিতা নিয়ন্ত্রণের জন্য আমাদের দেশে একটি প্রতিযোগিতা কমিশন ও আইন ২০১৫ রয়েছে। এই কমিশনের এখন পর্যন্ত কোন ভূমিকা জনগণ দেখে নাই। আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানগুলি নিজেদের ব্যর্থতা ঢাকতে বারবার অন্যের উপর দোষ চাপিয়ে পরিত্রাণ পেতে চায়। সাম্প্রতিক সময়ে পেঁয়াজের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে ব্যর্থতা তারই একটি উদাহরণ।
তিনি বলেন, যখন কোন কারণ ছাড়াই পেঁয়াজের মূল্য প্রতিদিন গাণিতিক হারে বাড়ছে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে ঠিক তখন পেঁয়াজ নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের বাস্তবতা বহির্ভুত বক্তব্য সাধারণ মানুষের কষ্টের সাথে তামাশা ছাড়া কিছুই নয়। পেঁয়াজ নিয়ে মানসিক বিকারগ্রস্ত কিছু মানুষ টিকটক, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে যে রঙ্গ-তামাশা শুরু করেছেন তা নজিরবিহীন। একই সাথে পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন ব্যঙ্গাত্মক কর্মসূচি পালন মূল সংকট থেকে দৃষ্টি সরানোর পায়তারা। পেঁয়াজ না খাওয়ার যে অবাস্তব বক্তব্য তা কৃষককে পেঁয়াজ উৎপাদনে নিরুৎসাহিত করবে। আমরা সরকারের কাছে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চাই।