পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

0
197
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছে শ্রমিকরা। রোববার সকাল থেকে টঙ্গীর মিলগেট এলাকায় এই বিক্ষোভ হয়।
শ্রমিকরা জানায়, গত মঙ্গলবার যমুনা অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় তাদের ১১৬ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে শ্রম আইন অনুযায়ী তাদের সকল পাওনা পরিশোধ করা হয়। এ নিয়ে তাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তা এড়াতে গত বুধবার ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। শনিবার সকালে কারখানার অন্যান্যরা কাজে যোগ দেন। সেদিন চাকরিচ্যুতদের পুর্নবহালের দাবিতে কারখানার ভেতর কর্মবিরতি পালন করেন তারা। বিকেল ৫টার দিকে তারা কারখানা ছেড়ে চলে যান।অন্যান্য দিনের ন্যায় রোববার সকালে ফের কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। পরে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা।
যমুনা অ্যাপারেলস লিমিটেডের মালিক মো. রাকিব সাজ্জাদ বলেন, শ্রমিকদের অযৌক্তিক দাবি মানা সম্ভব নয়। উশৃঙ্খল শ্রমিকরা কারখানা ভাঙচুর করতে পারে। এর জন্য অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসনাইল হোসেন বলেন, কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিক রোববার সকালে কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা কারখানার সামনে অবস্থান করছে। সেনাবাহিনী ও পুলিশদের সদস্যরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here