Daily Gazipur Online

পোশাক খাতে প্রণোদনা বাড়লো

ডেইলি গাজীপুর প্রতিবেদক: তৈরি পোশাকের চারটি খাত ৪ শতাংশ রফতানি প্রণোদনা পেয়ে আসছিল। আগামি অর্থবছর থেকে বাকি সব খাতের জন্য এক শতাংশ রফাতনি প্রণোদনা প্রস্তাব করা হয়েছে। আর এজন্য নতুন অর্থবছরের বাজেটে আরও দুই হাজার ৮২৫ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়। গতকাল বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এসব প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন, এখন তৈরি পোশাকের চারটি খাত ৪ শতাংশ রফতানি প্রণোদনা পাচ্ছে। আমি আগামি অর্থবছর থেকে তৈরি পোশাকের বাকি সব খাতের জন্য এক শতাংশ রফতানি প্রণোদনা প্রস্তাব করছি।