Daily Gazipur Online

পোস্টারের উপর স্টিকার মেরে, পোস্টার ছিঁড়ে, কালী মেখে, কর্মীদের বাঁধা দিয়ে গণ রায়কে রুখা যাবে না: যুবরাজ

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ পোস্টারের উপর স্টিকার মেরে, পোস্টার ছিঁড়ে,পোস্টারে কালী মেখে, কর্মীদের হুমকি ও ভোটারদের টাকার লোভ দেখিয়ে গণ রায় তথা ঝুড়ি প্রতীককে জনগণের মন থেকে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ডের আওয়ামী- সমর্থিত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন যুবরাজ । তিনি বলেন, পোস্টার ছেঁড়া ও কালী মাখা ছোটলোকি কাজ । এসব করে জনগণকে রুখা যাবে না । আগামি ১ ফেব্রয়ারি আওয়ামী সমর্থিত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত ইনশাল­াহ ।’ প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘পোস্টার ছেঁড়া ও কালী মাখার মাধ্যমে আমাকে জনগণের মন থেকে মুছে ফেলতে পারবেন না। এলাকাবাসীর ভালোবাসায়, ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে, ৫৪নং ওয়ার্ড বাসীর গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে সমর্থন দিয়েছে । এই নির্বাচনে জয়লাভ করার জন্য ভোটারদের সাথে নিয়ে আমার যা যা করণীয় তাই করবো ।

জাহাঙ্গীর হোসেন যুবরাজ আরও বলেন, প্রায় প্রতিদিনই ৫৪নং ওয়ার্ডে ঝুড়ি প্রতীকের পোস্টার ছিঁড়ে ও কালি মেখে বিকৃত করা হচ্ছে । বিভিন্ন মহল­া থেকে এসব অভিযোগ পাওয়া যাচ্ছে ।‘ জনগণ ঝুড়ি প্রতীকে ভোট দেয়ার জন্য মরিয়া হয়ে আছে । আগামি ১ই ফেব্রয়ারি এই ওয়ার্ডের ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবে আর তাদের ভোটেই আমাদের ঝুড়ি প্রতীকের বিজয় হবে ইনশাল­াহ । বাঁধা দিয়ে, পোস্টার ছিঁড়ে কোন লাভ নেই । তিনি বলেন, আমার পোস্টার ছেঁড়া ও কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির মাধ্যমে প্রতি পক্ষের প্রার্থীরা তাদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি আশাবাদী । আমি আশা করবো একটি সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার জনগণকে সঠিক ভাবে প্রয়োগের সুযোগ দেয়া ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে নির্বাচন কমিশন এসব বিষয়ে খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।’ জাহাঙ্গীর হোসেন যুবরাজ বলেন, ‘আমি পুনরায় কাউন্সিলর নির্বাচিত হলে সর্বপ্রথম এই ওয়ার্ডটিকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে এলাকাবাসীকে সাথে নিয়ে একসাথে কাজ করবো ইনশাল­াহ । ’ জাহাঙ্গীর হোসেন যুবরাজের প্রতিটি গণসংযোগেই জনসমুদ্রে পরিণত হয় এবং ঝুড়ি প্রতীকে ভোট চেয়ে স্লোগানে স্লোগানে পুরো ৫৪নং ওয়ার্ড প্রকম্পিত করেন হাজার হাজার নেতাকর্মী ।