প্রতিটি শিশু ২৩ হাজার টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে : রিজভী আহমেদ

0
182
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা যারা বিরোধী রাজনীতি করি, আমরা রাতে ঘুমাতে পারি না। আমাদের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘের মতো। তারপরও আমরা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই। ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার মধ্যে বেকারত্বে হার বাংলাদেশেই সবচেয়ে বেশি। উন্নয়ন তো হবে মানুষের কর্মসংস্থানের জন্য। সরকার দু-একটা ফ্লাইওভার দেখিয়ে উন্নয়ন দেখাচ্ছেন। কিন্তু আপনারা জানেন, আজকে যে শিশু জন্মলাভ করছে তার ২৩ হাজার টাকার উপরে ঋণ নিয়ে সে জন্মগ্রহণ করছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে গাজীপুর মহানগরের সালনা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গাজীপুর মহানগর বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সভাপতিত্বে মহানগর বিএনপি যুগ্ন সম্পাদক কাউন্সিলর তানবীর আহমেদের সঞ্চালনায় মহানগর বিএনপি নেতা এম. মঞ্জুরুল করিম রনির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, দেশের বিএনপি’র নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত। সভায় উপস্থিত কারো ৩০-৪০, কারো ১ শ’ থেকে দেড় শ’ মামলা নিয়ে কেউ কারাগারে যাচ্ছেন, এমনকি কেউ দু-এক দিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের কথা বলি, দেশনেত্রী খালেদা জিয়া নেতৃত্বের প্রতি আস্থাশীল, যারা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে অনুসরণ করছি, আমাদের দিন এবং রাত কাটছে এক রকম ভয়াবহতায়। তবুও বিএনপি নেতাকর্মীরা জনগণের দুঃখে কষ্টে তাদের পাশে আছে।
তিনি আরো বলেন, আর হঠাৎ করে একটি টেলিভিশনের সংবাদে দেখলাম বাংলাদেশ ব্যাংকের রাজস্ব থেকে ১ লাখ ৬২ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, তারপর সরকারের পক্ষ থেকে মিডিয়ার উপর চাপ প্রয়োগ করে ওই সংবাদটি বন্ধ করে দেয়া হয়েছে। এই ঘটনাটি প্রচার করলে সরকারের রুই, কাতলা, মৃগেল সব বেরিয়ে পড়বে।
এই কারণে গোয়েন্দারা চাপ দিয়ে সংবাদটির প্রচার বন্ধ করে দিয়েছেন। যতটুকু প্রচার হয়েছে তাতেই বোঝা গেছে থলের বিড়ালটি কী অবস্থায় রয়েছে। এই তথাকথিত উন্নয়নের নামে লোপাট করেছে, দিনের ভোট রাত্রে করেছেন, ভোটারদের ভোট দিতে দেননি। আপনারা উন্নয়নের কথা বলছেন, এই উন্নয়নের টাকা জনগণের কাছে যায়নি, গেছে আপনাদের সম্রাট, আপনাদের খালেদ-শামীম, আপনাদের মন্ত্রী কাছে, এমপি কাছে। তারা এই উন্নয়নের টাকা লোপাট করে মালয়েশিয়া, কানাডায় বাড়ি বানিয়েছেন। জনগণ এই সরকারের কাছে কোনো উপকারই পায়নি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র সহসভাপতি হালিমুজ্জামান ননী, সহসভাপতি মেহেদী হাসান এলিজ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আহমেদ তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মহানগর যুবদলের সাধারন সম্পাদক জসিম বাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আারিফ হাওলাদার সিনিয়র সহ সভাপতি গাজী সালাহউদ্দিন, যূবদল নেতা মাহমুদ হাসান রাজু প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here