

স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্টি ভোটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও সঠিক ভাবে ভোট প্রদানের লক্ষে কুমিল্লা জেলার বরুড়া উপজেলা হল রুমে ইনকৃসিভ ভোটার এডুকেশন প্রকল্পের আওতায় ভোটার আন্তভূক্তিমূলক প্রশিক্ষণ বাংলাদেশে প্রতিবন্ধী কল্যান সমিতি (বিপিকেএ) উদ্যোগে দাতা সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিন্টেম (আইএফইএস) এর সহযোগীতায় প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যান সমিতির (বিপিকেএস) পরিচালক আঃ আজিজ খান, আইএফইএস এর প্রতিবন্ধী বিষয়ক কার্যক্রমের অফিসার শাওনী ইমান প্রোগাম আফিসার আফসানা রোকিয়া বরুড়ার প্রতিবন্ধী ব্যক্তিদের চেয়ারম্যান রাসেল ভূইয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে কলমে ভোট প্রদানের পদ্ধতি শিখানো এবং ভোট কেন্দ্র প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব পরিবেশ সৃষ্ট করে তাদের শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান নিশ্চিত করার জন্য আয়োজন করা হয়।






