

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠী ভোটে স্বতঃস্ফুর্ত অংশগ্রহন ও সঠিক ভাবে ভোট প্রদানের লক্ষে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শুশুন্ডা গ্রামে রাসেল হাসান ভূঁইয়া বাড়ীর উঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের ইনকৃসিভ ভোটার এডুকেশন প্রকল্পের আওতায় ৫৭জন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বাংলাদেশে প্রতিবন্ধী কল্যান সমিতি (বিপিকেএস) এর উদ্যোগে দাতা সংস্থা ইন্টারন্যাশনাল ফাউল্ডেশন ফর ইলেকটোরাল সিন্টেম (আইএফইএস ) এর সহযোগীতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে আইএফই এস এর প্রতিবন্ধী বিষয়ক সমন্বয়কারী শাওনী ইমাম, বাংলাদেশে প্রতিবন্ধী কল্যান সমিতি (বিপিকেএস) পরিচারক আঃ আজিজ খান,বিপিকেএস অর্থ ও হিসাব শাখার প্রধান শামছুল ইসলাম তুহিন, বরুড়া ওপিডির-সভাপতি রাসেল হানান ররুড়া উপজেলার বিপিকেএস এর মাঠ সমন্বয়ক তরিকুল ইসলাম মাঠ কমী মাহামুদা বেগম ও সেতু উপস্থিত ছিলেন। উল্লেখ্য উঠান বৈঠকে ৫৭ জন (শারীরিক বাক ও শ্রবন এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হাতে কলমে ভোট প্রদানের পদ্ধতি শিখে । ভোট কেন্দ্র প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব পরিবেশ সৃষ্ট করে তাদের স্বাধীন ও শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান নিশ্চিত করাই জন্য এই উঠান বৈঠক এর আয়োজন করা হয় । বাংলাদেশ প্রতিবন্ধী কল্যান সমিতি (বিপিকেএস) কুমিল্লা ও চাঁদপুর জেলায় ৫০০০ (পাচ হাজার) সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিকে ইন্টারন্যাশনাল ফাউল্ডেশন ফর ইলেকটোরাল সিন্টেম (আইএফইএস ) এই প্রকল্পের আওতায় সচেতন ও ভোট প্রদানে নিশ্চিত করবে।






