Daily Gazipur Online

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে মুক্তি চাই

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স (বিইউপিএ)’র উদ্যোগে জীবন ও জীবিকা রক্ষার (জাতীয় বাজেট-২০২১-২২) প্রণয়নের দাবিতে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনেমানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফ আলী হাওলাদার, চেয়ারম্যান, বাংলাদেশ ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স (বিইউপিএ) ও বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বঙ্গদীপ এম এ ভাসানী, চেয়ারম্যান, ন্যাপ ভাসানী, মিজানুর রহমান মিজু, চেয়ারম্যান জাতীয় স্বাধীনতা পার্টি, জোটের ওয়ার্কিং কমিটির সদস্য মোঃ আমানুল্লাহ সিকদার, চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী পার্টি, জোটের ওয়ার্কিং কমিটির সদস্য এস এম হেমায়েত উদ্দিন, আহ্বায়ক, প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্ট, জোটের ওয়ার্কিং কমিটির সদস্য সিরাজ মাস্টার, আহ্বায়ক, ভারাটিয়া কল্যাণ সমিতি, জোটের ওয়ার্কিং কমিটির সদস্য মোঃ হোসেন খান লিটন, সভাপতি, বাংলাদেশ ন্যায় বিচার পার্টি, অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ হাওলাদার, চেয়ারম্যান, বাংলাদেশ দেশপ্রেমিক পার্টি ও জোটভুক্ত রাজনৈতিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা জাতীয় বাজেট ২০২১-২০২২ এ অন্তর্ভূক্তির জন্য নি¤েœ লিখিত সুপারিশগুলো তুলে ধরেন:
১। দেশে করোনাভাইরাসের টিকা উৎপাদন ও সর্বজনীন গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ বরাদ্দ চাই।
২। কর্মহীন ও দিনমজুরদের জন্য আগামী ৩ মাসের অর্থ ও খাদ্য বরাদ্দ দেয়া হোক।
৩। অবিলম্বে সর্বজনীন রেশুনিং ব্যবস্থা চালু করা হোক।
৪। নি¤œ আয়ের মানুষের জন্য মে-জুন-জুলাই (৩ মাসের বাড়ী ভাড়া) মওকুফে বাজেটে বরাদ্দ দেয়া হোক।
৫। গ্রাম ও শহরের কর্মহীন মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির বিশেষ স্কীম দেয়া হোক।
৬। গ্রামে গ্রামে বহুমুখী সমবায় কৃষি খামার করে সারাদেশে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে বাজেটে
বিশেষ বরাদ্দ প্রয়োজন।
৭। দেশীয় শিল্পের আমদানীকৃত কাচাঁমালের ভ্যাট মওকুফ ও আমদানীশুল্ক সর্বনি¤œ হার কার্যকর করা হোক।
৮। দেশের কর্পোরেট কর উল্লেখযোগ্য হারে কমানো প্রয়োজন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ মাসুম, সমন্বয়কারী, বাংলাদেশ ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স (বিইউপিএ) ও
আহ্বায়ক, কৃষক মোর্চা।