প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন ক্যান্সার আক্রান্ত মুক্তিযোদ্ধার

0
266
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : ক্যান্সার আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা সরকার জালাল উদ্দিন আহমেদ অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেছেন।
নরসিংদীর শিবপুর উপজেলার ভুরবুড়িয়া গ্রামের সরকার জালাল উদ্দিন আহমেদ ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ২০১৯ সালের আগস্ট মাসে ক্যান্সারে আক্রান্ত হন। এতদিন চিকিৎসা চালিয়ে আসলেও আর্থিক সংকটের কারনে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এর সাথে ২০২০ সালের জানুয়ারী মাসে ব্রেন স্ট্রোক করে ডান হাত, ডান পা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছে। তিনি চিকিৎসার জন্য মুক্তিযোদ্ধা একাউন্ট থেকে ভাতার বিপরীতে তিন লাখ টাকা ঋন নিয়ে চিকিৎসা খরচ করেছেন। তার আয়ের আর কোন উৎস না থাকায় চরম অর্থ কষ্টে নিপতিত হয়েছেন। চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নিরোপায় হয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেছেন।
এছাড়া যে কোন সহৃদয় ব্যক্তি তাকে আর্থিক সাহায্য করতে পারেন। সোনালী ব্যাংক পুটিয়া শাখায় তার সঞ্চয়ী হিসাব নং ১৭১২৯৩৪০৬৯০৫৭।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here