Daily Gazipur Online

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান সহায়তার চেক বিতরণ

হলধর দাস, নরসিংদী থেকে : নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধানমন্ত্রীর অনুদান ও চিকিৎসা সহায়তা নিয়ে রবিবার (২ মে ,২০২১)ভার্চু্য়্যাল সভার মাধ্যমে নরসিংদীর জেলার ৬টি উপজেলায় অসচ্ছ্বল ১১৬ জন ইমাম মুয়াজ্জিনদের প্রত্যেককে ২হাজার ৫শত টাকা করে মোট ২লক্ষ ৯০ হাজার টাকার চেক এবং রোগ অনুসারে কমবেশী করে ২২২ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে ১কোটি ১১ লক্ষ টাকা সহ মোট ১ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করেন। অসচ্ছ্বল ইমামদের মধ্যে রয়েছেন নরসিংদী সদরে ২০ জন, শিবপুরে ১১ জন,রায়পুরায় ৩৫ জন,বেলাবতে ২০ জন ,পলাশে ১০ এবং মনোহরদীতে ২০ জন।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সরাসরি জুম কনফারেন্সের মাধ্যমে ৬টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ অর্থ একযোগে প্রদান করা হয়। এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, করোনা জনিত বর্তমান পরিস্থিতিতে সকল শ্রেণির অসচ্ছ্বল ব্যক্তিদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। যথোপযুক্ত ক্ষেত্রে যথাযথভাবে প্রাপ্ত অর্থের ব্যবহার নিশ্চিত করণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ক্ষতিগ্রস্থ অধিকতর অসচ্ছ্বল,দুস্ত, পিছিয়ে পড়াদের জন্য যে অর্থ আমরা বরাদ্ধ পেয়েছি তা ইচ্ছে করলেই সকলের মধ্যে বন্টন করা যাবে না। রমজানের মাস করোনার প্রথম ঢেউয়ের মতোই এবার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও আমরা অনেকটা কষ্টের সাথে যারা দিন যাপন করছেন নিম্ন আয়ের এমন সব পরিবার যাচাই বাছাই করেই অনুদান প্রদান করছি। আজকে আমরা অনুদান প্রদান কার্যক্রম শুরু করেছি। সাধ এবং সাধ্যকে সমন্বয় করে পর্যায়ক্রমে বেশী অস্চ্ছ্বল নিম্ন আয়ের পরিবার সমূহের মধ্যে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। পরম করুণাময়ের নিকট শুকরিয়া আদায় করছি তাঁর দয়ায় আমরা করোনার এই কঠিন সময় আমরা সুচারু র‌ূপে মোকাবেলা করতে পারছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি।করোনার প্রথম ঢেউ মোকাবেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে সমাদৃত হয়েছিলেন । সেজন্য গত ৮ মার্চ কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননা প্রদান করা হয়েছে। এবারও আমরা প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সঠিকভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সক্ষম হবো ইনশাল্লাহ। কোভিড-১৯ মোকাবিলায় সকলকে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী কোর্বনীর সময়ে বিগত সময়ের মতো যারা কোর্বনী করবেন তাদের করোনা টেস্ট করে নেওয়ার জন্য পরামর্শ দেন। শেষে সমগ্র মানবজাতির মঙ্গল কামনা দোয়া পরিচালনা করা হয়।