Daily Gazipur Online

প্রশাসনের সহযোগিতায় হকার মুক্ত হতে যাচ্ছে জয়দেবপুর বাজার

মোঃ বায়েজীদ হোসেন : সম্প্রতি জয়দেবপুর বাজারের মুক্তমঞ্চ, মঙ্গলবার জয়দেবপুর বাজারে ভ্যান ও মুন্সিপাড়া তুলাপট্টি রোড হকারদের দখলে নিয়ে সংবাদপত্রে চাঁদাবাজ ও হকারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ার পর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটি ও গাজীপুর সদর মেট্রোথানা পুলিশ নড়ে চরে বসেছে। গত ৭ জানুয়ারী মঙ্গলবার জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটি ও সদর মেট্রোথানা পুলিশের ভূমিকা ছিলো চোখে পড়ার মতো। মঙ্গলবারের ভ্যান বাজার কে কেন্দ্র করে উঠতি বয়সের তরুণ যুবকরা জড়িয়ে পড়ছে চাঁদাবাজিতে। এটি বন্ধ করতেই গাজীপুর সদর মেট্রোথানা পুলিশ মঙ্গলবার বাজার কে হকার মুক্ত রাখতে ব্যবস্থা গ্রহন করছে। আর এই সুযোগে চাঁদাবাজ চক্রের সদস্যরা সংবাদপত্র কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে বলে গুনঞ্জন শুনা যাচ্ছে। গাজীপুর শহরের ঐতিহাসিক ১৯শে মার্চ মুক্তমঞ্চের সামনের জায়গা দীর্ঘদিন যাবত চাঁদাবাজদের দখলে। সেখানে ভ্যান বাজারসহ বিভিন্ন দোকান বসিয়ে মোটা অংকের টাকা তুলে চাঁদাবাজ চক্ররা ভাগবাটোয়ারা করে নিচ্ছে। দীর্ঘদিন ধরে মহান স্বাধীনতার স্মৃতি বিজরিত ১৯শে মার্চ মুক্তমঞ্চটি মুক্ত রাখার দাবি জানিয়েছেন জেলার বীর মুক্তিযোদ্ধাগণ সহ সুশীল সমাজ।