

অ্যাডভোকেট এম এ মজিদ : বাংলাদেশের সরকারি চাকরির নিয়োগ ব্যবস্থা, বিশেষ করে বিসিএস পরীক্ষা, বহু তরুণের জীবনের স্বপ্নের পথ। এই স্বপ্নের পথের মর্মে থাকে যোগ্যতা, প্রতিযোগিতা ও মেধার স্বীকৃতি থাকার কথা ছিল। কিন্তু প্রায় দেড় দশক ধরে এক ‘অদৃশ্য সাম্রাজ্য’ এই স্বপ্নের পথকে কালিমালিপ্ত করে তুলেছে। সেই সাম্রাজ্যের ‘রাজা’ সৈয়দ আবেদ আলী, যিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একজন পিয়ন ও পরে চেয়ারম্যানের ড্রাইভার। যিনি নিজের দাপ্তরিক সুযোগকে রূপান্তর করেছিলেন শত কোটি টাকার এক বিশাল প্রশ্নপত্র ফাঁসের বাণিজ্যে।
আবেদ আলীর পদ্ধতি ছিল ভয়ংকরভাবে সরল। কমিশনের ভেতরের কাজের সুযোগে আগেভাগে প্রশ্নপত্র হাতিয়ে নেওয়া, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গোপন কোচিং সেন্টারের মাধ্যমে বিক্রি করা এবং পরীক্ষার্থীদের জন্য ‘বিশেষ প্রশিক্ষণ’ নামে সরাসরি প্রশ্নপত্র সরবরাহ করা। প্রতিটি ‘সুবিধাভোগী’ প্রার্থীকে মাথাপিছু ৪০ থেকে ৫০ লাখ টাকা দিতে হতো। বিনিময়ে তারা শুধু পরীক্ষার উত্তরই পেতেন না, নিশ্চিত ক্যাডার সার্ভিসের পদও পেতেন।
এইভাবে গড়ে ওঠে এক ভয়ঙ্কর নেটওয়ার্ক, যার শিকড় বিস্তৃত শুধু পিএসসি’র ভেতরেই নয়, প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত। গত ১৬ বছরে আবেদ আলীর প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে নিয়োগ পাওয়া ‘দুই নম্বরি’ ক্যাডারদের মধ্যে কেউ আজ জেলা প্রশাসক, কেউ উপসচিব, কেউ এডিসি, আবার কেউ ইউএনও। তারা এখন রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে বসে আছেন, কিন্তু তাদের নিয়োগপত্রের পেছনে আছে এক বিশাল প্রতারণার ছায়া।
২০২৪ সালের জুলাই মাসে সিআইডি’র বিশেষ অভিযানে আবেদ আলী, তার ছেলে এবং কয়েকজন সহযোগী ধরা পড়েন। সংবাদমাধ্যমে এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ বড় ধরনের সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হিসেবে প্রকাশ পায়। কিন্তু তারপর? কয়েক মাসের মধ্যেই প্রভাবশালী রাজনৈতিক আশ্রয় ও আমলাতান্ত্রিক যোগসাজসে বিষয়টি গণমাধ্যম থেকে চাপা পড়ে যায়, বিচার প্রক্রিয়া থমকে যায়। এখন তো আর ফ্যাসিস্ট সরকারের সময়ের মতো বাকস্বাধীনতার শ্বাসরোধ নেই, তবুও কেন তার মুখ থেকে প্রকৃত মাস্টারমাইন্ডদের নাম বের করা হচ্ছে না? কেন কোচিং সেন্টারের রেজিস্ট্রি খাতা খুলে কিংবা জিজ্ঞাসাবাদের মাধ্যমে ‘দুই নম্বরি’ ক্যাডারদের চিহ্নিত করা হচ্ছে না?
এখানেই জাতির জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা লুকিয়ে আছে। কারণ যদি এই নেটওয়ার্ক ভেঙে না দেওয়া হয়, এদের পেছনে কাদের অদৃশ্য হাত এবং আশীর্বাদ ছিল – সেটা চিহ্নিত করা না হলে আমাদের প্রশাসন ধীরে ধীরে ‘দুই নম্বরি’ মেধায় ভরে যাবে। দুই নম্বরিরা কখনোই জনগণের সেবক এবং দেশের উন্নতি করতে পারবেন না। বরং নিজেদের অবৈধ কর্মকান্ড এবং এবং অবৈধ কর্মকান্ডের পৃষ্ঠপোষকতাকারীদের স্বার্থ রক্ষায় তারা নিবেদিত থাকবেন।
প্রশ্নপত্র ফাঁস কেবল একটি অপরাধ নয়, এটি রাষ্ট্রের মেরুদণ্ডে বিষ প্রয়োগ। যোগ্য প্রার্থীর স্বপ্নভঙ্গ, জনগণের আস্থাহানি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি বিকৃত বার্তা পৌঁছানো – যেটা মেধা নয়, বরং টাকাই সফলতার চাবিকাঠি। এই পরিস্থিতিতে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নীরব থাকে, তবে ইতিহাস তাদেরও প্রশ্নের মুখে দাঁড় করাবে।
আমরা ভুলে যেতে পারি না, প্রশ্নফাঁসের ঘটনা যত বড়ই হোক, যদি তার শেকড় কেটে ফেলা না হয়, তবে তা বারবার ফিরে আসবে, আরও শক্তিশালী হয়ে। রাষ্ট্রের স্বার্থে, ন্যায়বিচারের স্বার্থে এবং মেধার স্বার্থে – এখনই সময় এই চক্রের সাম্রাজ্য ভেঙে দেওয়ার। অন্যথায় ‘দুই নম্বরি’ ক্যাডারের ছায়া আরও গভীর হবে এবং একদিন আমরা দেখব – প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, এমনকি বিচার বিভাগও তাদের দখলে চলে গেছে।
লেখক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, জাতীয় সাংবাদিক সোসাইটি এবং ওয়ার্ল্ড পীছ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান।






