প্রশ্ন ফাঁস রোধে সফলতার পথে সরকার, মাঠ পর্যায়ে সক্রিয় থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

0
258
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-২০১৯ (এসএসসি) পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এর ফলে দীর্ঘ প্রচেষ্টায় সফলতার মুখ দেখতে চলেছে সরকার। প্রশ্ন ফাঁসের মতো ঘটনা না ঘটায় স্বস্তিতে রয়েছে অভিভাবক থেকে শিক্ষার্থীরাও। এদিকে, সরকারের এই সফলতা ধরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যদের দিকে নজর রাখতে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
গত বছরের শুরুতে প্রশ্ন ফাঁস সংক্রান্ত অপতৎপরতায় কঠোর হয় সরকার। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো গুজব ও তৎপরতা রোধে কঠোর অবস্থান নেয় বর্তমান সরকার ও শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ছাড়াই সফলভাবে শেষ হয় গত বছরের পরীক্ষাগুলো। সেই ধারাবাহিকতায় চলতি বছরের এসএসসি পরীক্ষাকে প্রশ্ন ফাঁসমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সরকার। চলমান এসএসসি পরীক্ষায় এখন পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস হবার কোনো খবর পাওয়া যায়নি। বরং প্রশ্ন ফাঁসকারীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ প্রসঙ্গে শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণেই প্রশ্নপত্র ফাঁস নামক সামাজিক ব্যাধি শূন্যের কোটায় নেমে এসেছে। রক্ষা পেয়েছে আমাদের শিক্ষাখাত। তবে সমাজ থেকে প্রশ্নপত্র ফাঁস, নকলের মতো সামাজিক ব্যাধিসমূহ পুরোপুরি নির্মূল করতে হলে সরকারের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ শিক্ষা সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নিয়েছে, সেগুলো অব্যাহত রাখলে আর কেউ এমন অপতৎপরতায় জড়াতে সাহস পাবে না।
প্রসঙ্গত, এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ডিজাইন, প্রশ্নপত্র বিতরণে ডিজিটাল সিস্টেম ব্যবহারসহ শিক্ষা কর্মকর্তা-কর্মচারীদের উপর নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এর ফলে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে শতভাগ সফল হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে গ্রেফতার হচ্ছে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যরা। চলতি বছরে এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রের অন্তত দেড় শতাধিক সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here