Daily Gazipur Online

প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ সবুজ দেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : বৈলতলী ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে বৈলতলীর বিভিন্ন পয়েন্টে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। ৬ জুলাই সোমবার বিকালে বৈলতলী ফাউন্ডেশন চট্টগ্রামের আহবায়ক কে এম ইমরান বকর ও সচিব আবু মনসুরের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কাজী আরাফাত, জালাল উদ্দীন সাঈদ, রাশেদুল ইসলাম, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান, মুরাদুল ইসলাম, ইয়াসির আরাফাত, কাজী মোহাম্মদ আল আসিম, মোঃ উমর ফারুক, ইয়াসির আরাকান, আসলাম তানিম, আবদুল করিম। এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ সবুজ দেশ গড়তে বৃক্ষরোপন ও পরিচর্যার বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় অধিক হারে বৃক্ষরোপন করতে হবে। করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি পূরণেও কৃষির প্রসার ঘটানোর তাগিদ দেন বক্তারা।